দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ট্রেন তাদের দারুণ পছন্দ। তাই ট্রেনের বগি দিয়ে একটা বাড়িই বানিয়ে ফেললেন ওই দম্পতি। মার্কো স্টেপনিয়াক এবং ভেনেসা স্টলবাউমের বাড়িটার ইতিহাসও বেশ চমকপ্রদ।
এই দুইজনের পরিচয়ও হয়েছিল রেলগাড়িতেই। ছুটি কাটাতে বার্লিন থেকে কাজাখস্তান গিয়েছিল চার দিনের ট্রেন ভ্রমণে। আর তখনই মার্কো ও ভেনেসা একে অপরকে পছন্দ করে ফেলেন। ৩৪ বছর বয়সী মার্কোর ট্রেনের বগি দিয়ে বাড়ি বানানোর চিন্তা মাথায় আসে ১৫ বছর আগে তার নিজের শহর হার্টেনের কাছে এক ইয়ুথ ক্লাবে যোগ দেয়ার সময়। ক্লাবটি ছিল দুটি পুরনো ট্রেনের বগির মধ্যে। তবে মার্কো এবং ভেনেসা চেয়েছিলেন নতুন বগি দিয়ে বাড়ি বানাতে। কিন্তু দুটি বগির দাম পড়ত ৫ লাখ ইউরো। আর তাই ঘাটতে লাগলেন বিজ্ঞাপন। শেষে সসত্মায় পেয়ে গেলেন দুটি পুরনো বগি। সুইজারল্যান্ডে তৈরি বগি দুটি ১৯৭৪ ও ১৯৭৫ সালের। মাত্র ২০ হাজার ইউরোতে বগি দুটি পেয়ে যায় মার্কো দম্পতি। সেগুলোকে সুইজারল্যা- থেকে জার্মানিতে আনতে গিয়ে খরচ পড়েছে আরো ২৬ হাজার ইউরো।
তবুও তিনি থেমে থাকেননি। সেই বগি দিয়েই তৈরি করেছেন চমকপ্রদ একটি বাড়ি। বলুন এমন বাড়িতে থাকতে কার না ইচ্ছে করবে?