দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ ২০ এপ্রিল সকাল সোয়া ১০টার দিকে কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারে আগুন লাগে।
দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর মাহবুব। তিনি জানান, ভবনের চারতলা থেকে আগুন সূত্রপাত বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। কিন্তু আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। মেজর মাহবুবু বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চার, পাঁচ ও ছয়তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। ভেতরে কেও আটকা পড়েছেন কিনা খতিয়ে দেখছেন। ভবনের ছাদে আটকে পড়াদের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। মার্কেটের দোকান কর্মচারী ইসমাইল সংবাদ মাধ্যমকে জানান, গ্যাসের সংযোগ থেকে আগুন সূত্রপাত হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এজন্য ভবনের চারপাশে পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।