দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা যাবে মৌসুমী-ওমর সানী জুটিকে। প্রয়াত বেলাল আহমেদ’র ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় এই জুটি।
দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা যাবে মৌসুমী-ওমর সানী জুটিকে। প্রয়াত বেলাল আহমেদ’র ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় এই জুটি। দীর্ঘ প্রায় ৬ বছর পর রূপালি পর্দায় অভিনয় করলেন জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানী।
প্রয়াত বেলাল আহমেদ’র ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রটি ইতিমধ্যেই সেন্সর সনদপত্র পেয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি মুক্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, ওমর সানী মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্রে হলো ‘দোলা’ ছবিটি ১৯৯৩ সালে মুক্তি পায়। ২০০৯ সালে ওমর সানী ও মৌসুমী সর্বশেষ ছবি শাহীন সুমনের পরিচালনায় ‘সাহেব নামের গোলাম’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। তারপর আর তাদের দু’জনকে একসঙ্গে অভিনয়ে দেখা যায়নি।