দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার হ্যাকারদের কবলে পড়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে হাজার হাজার ডলার চুরি করে নেওয়া হয়েছে।
এমন খবরে যে কেও আশ্চর্য না হয়ে পারবেন না। কারণ সবাই জানেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস। শুধু ধনী নন, শীর্ষস্থানীয় প্রযুক্তি ও খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান মাইক্রোসফটের কর্ণধারও তিনি। সেই ব্যক্তিই কিনা এবার পড়েছেন হ্যাকারদের কবলে! শুধু পড়েনইনি, হাজার হাজার ডলার খুইয়েছেনও তিনি। ঘটনাটি গুজব নয়, বিল গেটসের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সত্যিই এক হ্যাকার হাতিয়ে নিয়েছেন হাজার হাজার ডলার।
সংবাদমাধ্যম এবিসি ডট নেট এর উদ্বৃত করে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বুলগেরিয়ার এক যুবককে ইতিমধ্যেই ফিলিপাইনে গ্রেফতারও করা হয়েছে। গত বৃহস্পতিবার একটি এটিএম বুথ হতে অর্থ তোলার সময় কনস্ট্যানটিন সিমিওনভ কাভরাকভ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালেও এই যুবকই হ্যাক করেছিলেন বিল গেটসের অ্যাকাউন্ট। বিল গেটসের এটিএম কার্ড ভাঙিয়ে তুলেছিলেন কয়েক হাজার ডলার। প্যারাগুয়েতে ওই কাণ্ড করে ধরাও পড়েছিলেন। এমনকি কারাদণ্ডও হয়েছিল ৩১ বছর বয়সী বুলগেরিয়ার এই যুবকের।