দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের আইনমন্ত্রীর সার্টিফিকেট নাকি জাল। এমন খবরে তোলপাড় পুরো ভারত। আসলেও কি তাই?
ভারতের দিল্লির আম আদমি পার্টি সরকারের আইনমন্ত্রী জিতেন্দর সিং তোমারের আইন ডিগ্রির সনদ নাকি ভুয়া। এমন একটি খবরে তোলপাড় দিল্লির মসনদ জুড়ে।
বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। গত সোমবার হাইকোর্ট জানায় যে, ‘মন্ত্রীর আইন ডিগ্রির কোনো রেকর্ড নেই। এই মন্তব্যের প্রেক্ষাপটে কংগ্রেস নেতা অজয় মানকেন গত মঙ্গলবারই তার বরখাস্ত দাবি করেছেন। ওই মন্ত্রী ভুয়া ডিগ্রি নিয়ে অ্যাডভোকেট হয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে হাইকোর্টের মন্তব্যের পর গত সোমবারই বিহারের তিলক মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
হাইকোর্ট মন্তব্য বলেছে যে, ‘তোমারের সাময়িক সনদপত্র ‘ভুয়া’, এটি বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে নেই।’ হাইকোর্টের মন্তব্যে আরও বলা হয়, ‘আইনমন্ত্রীর সনদে যে ক্রমিক নম্বর দেওয়া রয়েছে, রেকর্ডে ওই নম্বরে আরেকজনের নাম। আদালত এই ব্যাপারে জবাব দেওয়ার জন্য আইনমন্ত্রীকে ২০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।