The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘আয়না সুন্দরী’ মুক্তি পাচ্ছে কাল শুক্রবার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘আয়না সুন্দরী’ ছবিটি মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক আশিক চৌধুরী এবং নবাগত নায়িকা তানিয়া।

Aina sundori-2

রাইসা ফিল্ম প্রোডাকশন প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘আয়না সুন্দরী’ ছবিটি মুক্তিপাচ্ছে আগামীকাল শুক্রবার। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক মকবুল হোসেন।

Aina sundori

ছবিটি সম্পর্কে নায়ক আশিক চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ছবিতে আমি শহরে থেকে লেখাপড়া করা একটি ছেলের ভূমিকায় অভিনয় করি। গ্রামের একটি মেয়ের সঙ্গে আমার প্রেম হয়ে যায়, এরপর পারিবারিক সম্মতিতেই আমাদের বিয়ে হয়। বিয়ের পরই ছবির মূল গল্প শুরু। ছবিতে দর্শকের ভালো লাগার মতো বেশ কিছু গান রয়েছে। ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’

উল্লেখ্য, নায়ক আশিকের প্রথম ছবি ‘দুটি মনের পাগলামি’তে অভিনয় করে তিনি প্রশংসিত হন। এরপর মুক্তি পায় তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘হৃদয় দোলানো প্রেম’। সেখানেও আশিক অভিনয়ে দক্ষতার স্বাক্ষর রাখেন। ‘আয়না সুন্দরী’ ছবিটিও দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...