দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এইচপি ব্র্যান্ডের প্রো ওয়ান ৪০০ মডেলের প্রফেশনাল অল-ইন-ওয়ান কম্পিউটার এখন বাজারে পাওয়া যাচ্ছে। হালকা-পাতলা গড়নের হওয়ায় কম্পিউটারটিকে বাসা বা অফিসের স্বল্প পরিসরে ব্যবহার করা যাবে।
এইচপি ব্র্যান্ডের নতুন প্রো ওয়ান ৪০০ মডেলের প্রফেশনাল অল-ইন-ওয়ান কম্পিউটার এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন মডেলের এই কম্পিউটারটি হালকা-পাতলা গড়নের হওয়ায় বাসা অথবা অফিসের স্বল্প পরিসরে এটি ব্যবহার করা যাবে।
জানা গেছে, ইন্টেল চতুর্থ প্রজন্মের কোর আই-৩ প্রসেসর সম্পন্ন এই অল-ইন-ওয়ান পিসিতে ৪ জিবি ডিডিআর-৩ র্যাম, ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ১৯.৫ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল ৮১ চিপসেটের মাদারবোর্ড, ইন্টেল ৪৪০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ওয়াই-ফাই, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, বিল্ট-ইন স্পিকার, ইউএসবি কিবোর্ড এবং মাউস প্রভৃতি রয়েছে এই পিসিতে।
এইচপির এই অল-ইন-ওয়ান কম্পিউটারটি মূল্য রাখা হয়েছে ৫০ হাজার ৫০০ টাকা। ১ বছরের বিক্রয়োত্তর সেবার নতুন এই কম্পিউটারটি দেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি.) লিমিটেড। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.smart-bd.com