দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপী ভাইরাসজাতীয় রোগের প্রাদুর্ভাব জন জীবনকে দুর্বিষহ করে তুলছে। দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই এই ভাইরাসের কারণে ৭শ’ স্কুল বন্ধ হয়ে গেছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়ছে মার্স ভাইরাস। নতুন করে আরও ৫ আক্রান্ত ব্যক্তি চিহ্নিত হয়েছে। এই নিয়ে জনমনে বাড়ছে আতঙ্ক। উদ্ভূত পরিস্থিতিতে ৭ শতাধিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, নতুন ৫ জন নিয়ে এই ভাইরাসে এখন পর্যন্ত ৩৫ জন আক্রান্ত হয়েছে দেশটিতে। মারা গেছে ২ জন। মার্স ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে দেশটির মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই মুখোশ বা মুখবন্ধনী পরে গণপরিবহনে চলাফেরা করছেন।
জানা গেছে, জনসাধারণের মধ্যে আতঙ্ক কমাতে কাজ করছেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা। এই প্রচেষ্টার অংশ হিসেবে কিন্ডারগার্টেন হতে শুরু করে কলেজ পর্যন্ত ৭ শতাধিক স্কুল বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের মূল ফটক বন্ধ করে রেখেছে।
কোরিয়া পর্যটন সংস্থা (কেটিও) জানিয়েছে, প্রায় ৭ হাজার পর্যটক দক্ষিণ কোরিয়ায় তাদের পরিকল্পিত ভ্রমণ ইতিমধ্যেই বাতিল করেছেন। এই পর্যটকদের অধিকাংশই চীন ও তাইওয়ানের বাসিন্দা। মার্স ভাইরাস নিয়ে আতঙ্ক দেশের বাইরেও ছড়িয়েছে পড়ায় পর্যটকদের মধ্যে এমন বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা মার্স এই প্রথম সৌদি আরবের বাইরে এতো ব্যাপক বিস্তার ঘটেছে। দক্ষিণ কোরিয়ায় ২০ মে মার্স ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি চিহ্নিত হয়। আক্রান্ত ৬৮ বছর বয়সী ওই ব্যক্তি সৌদি আরব সফর করেছিলেন।