দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আরও এক চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’ ছাড়পত্র পেয়েছে। তন্ময় তানসেনের পরিচালনায় নির্মিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
আরও এক চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’ ছাড়পত্র পেয়েছে। তন্ময় তানসেনের পরিচালনায় নির্মিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ঈদের প্রথম ছবি হিসেবে বিনা কর্তনে সেন্সর হতে ছাড়পত্র পেয়েছে ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রটি। ট্রাইপড স্টুডিও’র প্রযোজনায় নির্মিতি এই ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
বিদ্যা সিনহা মিম ও ইমন অভিনীত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, অমিত হাসান, আবু হেনা রনি, রোমানা স্বর্ণা প্রমুখ। একটি নিটোল প্রেমের ছবি ‘পদ্ম পাতার জল’। মূলত দুটি ভিন্ন জগতের মানুষের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে।’
‘পদ্ম পাতার জল’ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, ন্যান্সি, এলিটা, কণা, আসিফ আকবর, অদিত, শিরোনামহীন এবং পড়শী। এই ছবিতে প্রথমবারের মত ব্যান্ডদল ‘চিরকুট’ আবহ সংগীতের আয়োজন করেছে।