The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঈদের বৃহত্তর জামাত কোথায় কখন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ শাওয়ালের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের বৃহত্তর জামাত কোথায় কখন হবে তা জেনে নিন।

Baitul Aman Mosque of Barisal

আজ শাওয়ালের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের বিশেষ বিশেষ জামাত কোথায় কখন হবে তা জেনে নিন।

জাতীয় ঈদগাহ ময়দান

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। নামাজের ইমামতি করার কথা চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা জালালুদ্দিন আল কাদেরী। তবে কোনো কারণে তিনি উপস্থিত না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিযানুর রহমান ইমামতি করবেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বলাহিল বাকী নদভী। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। চতুর্থ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেমী। বায়তুল মোকাররমের পঞ্চম ও সর্বশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ

প্রতিবারের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এই ঈদ জামাত। এই জামাতে অংশ নেবেন অত্র অঞ্চলের লক্ষাধিক মুসল্লি। নামাজে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

ঢাকা দক্ষিণ

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের অধীনে এবার মোট ৩৬৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ৫৬টি ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে মোট ২২৪টি জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর

অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মোট ১৪৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তাছাড়া রাজধানীর প্রতিটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত হবে সকাল ৮টায়। এই জামাতে জাতীয় সংসদের হুইপ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মুসল্লি অংশগ্রহণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টা এবং সকাল ৯টায় দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সলিমুল্লাহ মুসলিম হলে সকাল ৮টায়, শহীদুল্লাহ হলে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও রাজধানীর সায়েদাবাদ আরজু শাহ্‌ দরবার শরীফ বড় জামে মসজিদে সকাল ৮টায়, সাড়ে ৮টায় ও ৯টায় ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ধানমণ্ডি ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...