দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টারনেট সেবা দিতে কাজ করছে গুগলের লুন প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে বেলুন হতে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা সহজতর হবে।
ইন্টারনেট সেবা দিতে কাজ করছে গুগলের লুন প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে বেলুন হতে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা সহজতর হবে। সম্প্রতি শ্রীলংকায় এই ওয়াইফাই সুবিধার বেলুন নিয়ে পরীক্ষা চালানোর এক পরিকল্পনা করেছে গুগল কর্তৃপক্ষ।
গুগল কর্তৃপক্ষ বলেছে, শ্রীলংকায় বেলুন হতে ইন্টারনেট দেওয়ার প্রকল্পটি চালু করতে সেদেশের সরকারের সঙ্গে প্রাথমিক চুক্তি হয়েছে। গুগলের ‘লুন’ প্রকল্পটির কথা প্রথম জানাজানি হয় ২০১৩ সালে। এই প্রকল্পের অধিনে আকাশে বড় আকারের বেলুন ওড়ানো হয়ে থাকে। এতে থাকে ওয়াইফাই বিম করে এমন যন্ত্র। প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষ একারণে ইন্টারনেটের আওতায় আসতে পারে।
উল্লেখ্য, গুগলের গোপন গবেষণাগার বলেখ্যাত ‘এক্স ল্যাব’ এই প্রকল্পটি শুরু করে।