দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে বড় ছাতা এখন চীনে। প্রযুক্তিগত উন্নয়নে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে চীনারা। ছাতার ক্ষেত্রেও তারা সেই রেকর্ড গড়লো।
বিশ্বের সবচেয়ে বড় ছাতি এখন চীনে। প্রযুক্তিগত উন্নয়নে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে চীনারা। ছাতার ক্ষেত্রেও তারা সেই রেকর্ড গড়লো। দেশটি বিশ্বের সবচেয়ে বড় ছাতা বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ছাতাটির ব্যাসার্ধ ২৩ মিটার এবং ১৪.৪ মিটার (অর্থাৎ ৪৭ ফুট) লম্বা। প্রায় ৫ হাজার ৭০০ গ্রাম ওজনের এই ছাতাটি বসানো হয়েছে এক রাস্তার মাঝে। এই ছাতাটি রয়েছে ৪১৮ বর্গমিটার জায়গা জুড়ে। পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের ছাতা প্রস্তুতকারী কোম্পানি এই ছাতাটি বানিয়েছে।
ইতিপূর্বে ২০১০ সালে ভারত এই রেকর্ড করেছিল। সে সময় ভারতের ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ ইনসিওরেন্স-এর তৈরি করা ছাতাটি এতোদিন ছিল গিনেস বুকের বিচারে বিশ্বের সবচেয়ে বড় ছাতা। ছাতাটির পরিধি ৫৬ ফুট, উচ্চতা ছিল ৩৬ ফুট (বা ১০.৯৭ মিটার)। ভারতের ওই ছাতাটির ওজন ২ হাজার ২০০ কেজি। সেই রেকর্ডটিই এবার ভেঙে দিলো চীনের এবারের এই ছাতাটি।