দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫ খৃস্টাব্দ, ১২ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ, ১১ জিলকদ ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার একটি পর্যটনের এলাকা। এক প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিদ্যমান।
উত্তর ও উত্তর-পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। পূর্ব ও দক্ষিণ-পূর্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা। দক্ষিণ-পশ্চিমে চট্টগ্রাম জেলা এবং পশ্চিমে ফেণী নদী এবং ভারতের ত্রিপুরা রাজ্য জেলাকে ঘিরে রেখেছে এই স্থানটি। এখানে রয়েছে আকাশ-পাহাড়ের মিতালী, চেঙ্গী এবং মাইনী উপত্যকার বিস্তীর্ণ সমতল ভূ-ভাগ ও উপজাতীয় সংস্কৃতির বৈচিত্র্যতা রয়েছে এই অঞ্চলে।
বড়ই চমৎকার এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। যে কেও এখানে গেলে তার মন ভরে যাবে। বিশেষ করে শীতের সময়ে এখানে বেড়াতে যাওয়া উচিত। তবে অন্য সময়ও এখানে যাওয়া যায়। কারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে সব সময় একই রকম থাকে। এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।
ছবি: www.mna.com.bd এর সৌজন্যে।