দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কেও যদি শোনেন যে ‘মাইকেল জ্যাকসন’ এখন চানাচুর বিক্রি করছেন। তাহলে হতবাক হবেন। কারণ মাইকেল জ্যাকসন তো কবেই মারা গেছেন। তাহলে এ আবার কোন মাইকেল জ্যাকসন?
এই ব্যক্তিকে বলা হচ্ছে ‘বাংলার মাইকেল জ্যাকসন’। তার ভিডিও দেখে সত্যিই সবাই মুগ্ধ হবেন তাতে সন্দেহ নেই। আর তাই এমন প্রতিভাবান একজন মানুষটাকে চানাচুরওয়ালা বলতে সংকোচ হওয়াটাই স্বাভাবিক। নির্দিধায় বলা যায়, তিনি আসলে চানাচুরওয়ালা নন, তিনিও একজন শিল্পী।
ভিডিওসহ এই ব্যক্তির মাইকেল জ্যাকসনের গান সোস্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তথ্যসূত্র: ফেসবুক।
দেখুন সেই ভিডিওটি
বাংলার মাইকেল জ্যাকসন
Posted by Rajib Hasan on Saturday, 19 September 2015