দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক চরমতম জল্পনা-কল্পনার অবসান ঘটেছে গত রাতে। মঙ্গলগ্রহে পানি প্রবাহের অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছিল। অবশেষে নাসা প্রকাশ করলো এই তথ্য। যে কারণে সৌরজগতের লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গলে বেঁচে থাকার সম্ভাবনাও বেড়েছে।
নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহটির উপরিভাগে গ্রীষ্মের মাসগুলোতে পানির প্রবাহ আবিষ্কার সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা খতিয়ে দেখার ক্ষেত্রে এক দিক নির্দেশক হবে। নাসার একটি মহাকাশযানের তথ্য বিশ্লেষণ শেষে গতকাল সোমবার এ তথ্য প্রকাশ করেছে।
এ বিষয়ে নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের প্রশাসক জন গ্রানসফেল্ড বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অনুসরণ করছিলাম মঙ্গলের পানি। আমাদের অনুসন্ধানের একমাত্র লক্ষ ছিল মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া। এখন আমরা সেই প্রমাণ পেয়েছি, যা এতোদিন আমরা সন্দেহ করতাম।’
তিনি আর বলেছেন, ‘উল্লেখযোগ্য অগ্রগতি এই যে, পানি থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। যদিও এই পানি লবণাক্ত- তবুও আজকের মঙ্গলের পৃষ্ঠে এ পানি প্রবাহিত হচ্ছে।’
নাসার এই বিজ্ঞানী দাবি করে বলেছেন, যেহেতু পানি থাকার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ এখন মিলেছে, সেহেতু খুব দ্রুত মঙ্গলগ্রহে জীবনের অস্তিত্বও মিলবে।’