The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মালয়েশীয়ার সান্দাকান এ সাবাহ মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ২ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ, ১৭ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Mosque in Kota Kinabalu, Sabah

যে ছবিটি আপনারা দেখছেন সেটি মালয়েশীয়ার সান্দাকান এ সাবাহ মসজিদ। এটি পৃথিবীর নামকরা দৃষ্টিনন্দন মসজিদের একটি।

মালয়েশীয়ার সাবাহ রাজ্যে এই মসজিদটি অবস্থিত। ১৯৭৪ সালে সাবাহ এর রাজ্য দরগা নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটিতে এক সঙ্গে ৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন। মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে এই মসজিদটিতে। সেখানে ৫শ’ মহিলা একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদটি অত্যন্ত দৃষ্টিনন্দন। যা যে কাওকে মোহিত করবে।

তথ্যসূত্র: beautifulmosque.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...