দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ, ২৭ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
এটিই বাংলাদেশের প্রকৃত গ্রাম-বাংলার দৃশ্য। বড়ই চমৎকার এসব দৃশ্য। এমন দৃশ্য দেখলে এখনও আমাদের মন ভরে যায়।
মা-মাটি-মানুষ এগুলোই আমাদের জীবনের এক চরমতম সত্য। সেই সত্যকে আমরা কোনদিন অস্বীকার করতে পারবো না। এই মাটিতেই আমাদের জন্ম আবার এই মাটিতেই আমাদের একদিন বিলিন হতে হবে। আমাদের অতীতকে আমরা কখনও মুছে ফেলতে পারবো না। গ্রামের মাটিতে একদিন যেমন আমাদের জন্ম হয়েছিল, ঠিক তেমনি এই মাটিতে আমাদের পদচারণাও যেনো মিশে আছে সর্বত্র! আজকের সকালে এমন সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের জন্য এর আলোকচিত্রীকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তাঁকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা।
ছবি: courseimage.com এর সৌজন্যে।