The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শেষ পর্যায়ে এসেছে আইরিন ও আসিফ অভিনীত ‘এক পৃথিবী প্রেম’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেষ পর্যায়ে এসেছে আইরিন ও আসিফ অভিনীত ‘এক পৃথিবী প্রেম’। ছবিটি পরিচালনা করেছেন এস এ অলিক।

Irene and Asif acted Ek prethibi Prem

‘এক পৃথিবী প্রেম’ শুটিংয়ের কাজ প্রায় শেষের পথে। ছবিটি পরিচালনা করেছেন এস এ অলিক। ২১ অক্টোবর হতে এই সিনেমার শেষ লটের শুটিং শুরু হয় বলে এ সিনেমার নির্মাতা সূত্রে বলা হয়েছে।

Irene and Asif acted Ek prethibi Prem-3

পরিচালক অলিক বলেছেন, ‘খুব ছোট ছোট কিছু দৃশ্যের শুটিং বাকি রয়েছে, কয়েকদিন শুটিং করলেই শেষ হবে শুটিংয়ের পুরো কাজ। একটি গানের কাজ বাকি রয়েছে সেটাও এই লটে শেষ করবো। ঢাকাসহ এর আশে-পাশের এলাকায় দৃশ্যধারণের কাজ করা হবে। সব কাজ শেষ করে আগামী মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওিয়ার পরিকল্পনা রয়েছে।’

Irene and Asif acted Ek prethibi Prem-2

এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন আইরিন ও আসিফ। গত বছরের ১ ডিসেম্বর ‘এক পৃথিবী প্রেম’ ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়।

এস এ হক অলিক ২০০৬ সালের নির্মাণ করেন ‘হৃদয়ের কথা’। এরপর ‘আঁকাশ ছোঁয়া ভালোবাসা’সহ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এস এ হক অলিক। এই চলচ্চিত্রটিও দর্শকদের হৃদয় কাড়বে সেটিই আশা করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...