দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তেল হতে আইএস’এর মাসে আয় ৫০ মিলিয়ন ডলার! আর সেই সুবাদে বিশ্বের সবচেয়ে সম্পদশালী সন্ত্রাসী দলের অন্যতম হলো ইসলামিক স্টেট (আইএস)।
এই দলটি অবৈধ তেল বিক্রি ও মুক্তিপণ আদায় করে প্রতিমাসে কোটি কোটি ডলার আয় করে আসছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের নিকট হতে এই তেল কিনছে পশ্চিমা দেশগুলোই!
শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একটি রিপোর্টের উদ্বৃতি দিয়ে এক সংবাদে বলা হয়, আইএস ইরাক এবং সিরিয়ার এক বিরাট ভূখণ্ড দখল করে রেখেছে। আইএস এখন বিশ্বের ধনী এবং আর্থিক দিক দিয়ে সবচেয়ে অভিজ্ঞ সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই দলটি তাদের প্রাথমিক অর্থ সংগ্রহ কৌশলের বলে প্রতিমাসে কোটি কোটি ডলার আদায় করছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের এসব কৌশলের মধ্যে রয়েছে চুরি করা তেল বিক্রি, অপহৃত ব্যক্তিদের নিকট হতে মুক্তিপণ আদায়, ধনী মানুষের সম্পদ লুণ্ঠন এবং পরিমাণে কম হলেও সিরিয়া এবং ইরাকের বাইরে সমর্থকদের নিকট হতে চাঁদা সংগ্রহ।
অপরদিকে অধিকৃত তেল শোধনাগার হতে তেল বিক্রি করতে জঙ্গীরা সিরিয়া এবং ইরাকের তেল ক্ষেত্রগুলো হতে প্রতিদিন প্রায় ৫০ হাজার ব্যারেল তেল উত্তোলন করছে। তাতে তাদের দৈনিক ১০ লাখ ডলার আয় হচ্ছে।
আইএস কিছু তুর্কির যোগসাজসে অনেক ধরনের দালালের কাছে কম দামে এসব তেল বিক্রি করছে। তারপর দালালরা পুনর্বিক্রয়ের জন্য এইসব তেল পরিবহন করছে। ইরাকে কুর্দিদের নিকটেও তেল বিক্রি করা হয়। এরা এসব তেল আবার তুরস্কে বিক্রি করে।