দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৃত্যুর পরও বিশ্বখ্যাত পপ স্টার মাইকেল জ্যাকসনের আয় অব্যাহত রয়েছে! শুধু তাই নয়, বরং তার আয় আরও বাড়ছে!
কথায় বলে ‘হাতি মরলেও লাখ টাকা’। বিখ্যাত ব্যক্তিরা মরার পরও তাদের দাম কমে না। এমনই প্রমাণ পাওয়া গেলো বিশ্বখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ক্ষেত্রেও। তার মিউজিক রেকর্ডিং বিক্রির আয় মৃত্যুর পরও বাড়ছে। মাইকেল জ্যাকসনের রেকর্ডিং মিউজিক বিক্রিতে এ বছর ৭৫ মিলিয়ন পাউন্ড আয় হয়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাপি ১ বিলিয়ন গানের রেকডিং বিক্রি হয়েছে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরেও।
ফিনান্সিয়াল ম্যাগাজিন ফোরবেজ বলেছে, তিন দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মাইকেল জ্যাকসন। চিত্রাকর্ষক এই গায়ক জীবদ্দশায় ৭১৯ মিলিয়ন পাউন্ড আয় করেন। অথচ ২০০৯ সালে মৃত্যুর পরে জ্যাকসনের গান বিক্রি হতে আয় হয়েছে ৬৫৩ মিলিয়ন পাউন্ড।
উল্লেখ্য, মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরে ২০০৯ সাল হতে প্রতিবছর ৬৫ মিলিয়ন পাউন্ড আয় হয় গানের রের্কডিং বিক্রি করে। মাইকেলের গানের রেকর্ডিং শুধু যে বিখ্যাত প্রয়াত শিল্পীদের চেয়ে বেশি তাই নয়, তার গানের আয় জীবিত শিল্পীদের চেয়েও অনেক বেশি।