The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সর্বশেষ সংবাদে জানা গেছে রাজধানী ঢাকাতে সব ধরনের সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ৬ মে বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।


aborodh-6-5 (2)

উল্লেখ্য, গতকাল ৫ মে দিনভর ঢাকায় হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষের পর আজ সোমবার দুপুরের পর রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পৃথক সমাবেশের ডাক দেয়। এ পরিস্থিতিতে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছিল।

এছাড়া ভোর থেকেই নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খরা বাহিনীর ব্যাপক সংঘষ হয়েছে। সেখানে ১ বিজিবি ২ পুলিশসহ অন্তত ৪ ব্যক্তি মারা গেছে বলে জানা যায়।

এহেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা মহানগর পুলিশ আজ সোমবার সকালে এই নিষেধাজ্ঞা জারি করে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...