দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হেফাজতে ইসলামীর মূল নেতা হযরত আল্লামা শাহ আহাম্মেদ শফিসহ ৪ জনকে আটক করা হয়েছে। কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমকে এ খবর দেওয়া হয়েছে।
আপডেটঃ আল্লামা শফিকে আটক না করে তাকে চট্টগ্রাম পাঠানো হচ্ছে
জানা যায়, লালবাগ আরাবিয়া মাদ্রাসা থেকে আল্লামা শাহ আহাম্মেদ শফিসহ আর ৪ জনকে আটক করা হয়। টিভি চ্যানেল সূত্রে এ খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গতকালের মহাসমাবেশে আল্লামা শফি নিরাপত্তার কথা বলে হাজির হননি। গতকালের হেফাজতের তাণ্ডবের ফলে পুরো মতিঝিল-পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।