The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আশীর্বাদ পাওয়ার জন্য কবর হতে লাশ উত্তোলন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কালে কালে যে আর কত কি দেখতে হবে তার কোনো শেষ নেই। এমনই এক ব্যতিক্রমি ঘটনা হলো আশীর্বাদ পাওয়ার জন্য কবর হতে লাশ উত্তোলন!

body buried & blessings

বিভিন্ন সময় মানুষের মধ্যে নানা ধরনের কুসংস্কার দানা বাঁধে। মানুষ তার বিশ্বাসকে সেই মতো কাজে লাগায়। নানা সম্প্রদায়ের মধ্যে ঘটে এমন সব ঘটনা। বিশ্বাসের বশে মানুষ কত কিছুই না করে বসেন। যেমন করেছেন এক ব্যক্তি। আশীর্বাদ পাওয়ার জন্য শেষ পর্যন্ত কবর হতে লাশ উত্তোলন করলেন! এমন এক আজব বিশ্বাস এবং আস্থা জন্মেছে ইন্দোনেশয়ার এক গ্রামে। সেখানে মৃত মানুষকে কবর হতে তুলে আনা হয়, তাও আবার জীবিতদের আশীর্বাদ দেওয়ার জন্য!

প্রতি তিন বছর অন্তর অন্তর মৃত ব্যক্তিকে কবর হতে তোলা হয়। এরপর মৃত ব্যক্তিকে পোশাক পরিয়ে সাজানো হয়। তারপর গ্রামে ঘোরানো হয়।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ইন্দোনেশীয়ার এই সামাজিক অনুষ্ঠানের নাম ‘মামিস মা নেন’ এর অর্থ হলো মৃতদেহকে পরিষ্কার করা। ব্যক্তির আত্মার শান্তি কামনা এবং মৃত ব্যক্তি হতে আশীর্বাদ নেওয়ার জন্য এমন কাণ্ড করা হয়। আসলে মানুষ যা বিশ্বাস করে তাই করে। এটিও তেমন ঘটনার একটি!

Loading...