দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানে ধ্বংসস্তূপ হতে ৫০ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এক তরুণকে জীবিত উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, পাকিস্তানে একটি কারখানা ধসে পড়ার ৫০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ হতে এক তরুণকে জীবিত উদ্ধার করে উদ্ধারকর্মীরা। গতকাল শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। ওই তরুণের নাম মোহাম্মদ শহীদ।
মোহাম্মদ শহীদকে দু’দিন ধরে না পেয়ে তার পরিবারের লোকজন ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। শহীদের মা-বাবা অন্য একজনের লাশ শহীদের বলে শনাক্তও করেন। লাহোর হতে ২৬৫ কিলোমিটার দূরে পূর্বপুরুষের শহর কবিরওয়ালায় লাশটি নিয়ে দাফনও করেন।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় লাহোরের নিকটে অবস্থিত রাজপুত পলিস্টার নামে একটি পলিথিনের ব্যাগ তৈরির কারখানা ধসে পড়ে। চারতলা ভবনের এই কারখানাটির ধ্বংসস্তূপ হতে ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়।