দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকালের হেফাজতে ইসলামীর ঢাকা অবরোধ চলাকালে মতিঝিল-পল্টন এলাকায় সংঘর্ষের সময় একজন পরিবহন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় পরিবহন শ্রমিক ফেডারেশন আজ বেলা ১২টা পর্যন্ত ধর্মঘটের ডাক দেওয়ায় রাজধানীতে জনদুর্ভোগ চরমে পৌঁছে।
হেফাজতে ইসলামীর অবরোধের সময় গতকাল সকাল ১১টা থেকে শুরু হয় সহিংসতা। এ সময় বহু গাড়ি ভাংচুর করা হয়। এ সময় মতিঝিল-পল্টন এলাকায় সিদ্দিক নামে এক পরিবহন শ্রমিক মারাত্মক আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে পরে সে মারা যায়। এ ঘটনার জের ধরে পরিবহন ফেডারেশন আজ বেলা ১২টা পর্যন্ত রাজধানীতে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। তারা দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে রাস্তায় কোন বাস না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছে। অফিস অভিমুখে মানুষকে পায়ে হেটে অথবা রিক্সা-ভ্যানে করে অফিস যেতে হয়। অবশ্য বেলা ১২ টার পর আবার বাস চলাচল শুরু হলেও রাজধানীর রাস্তা ছিল প্রায় ফাঁকা।
ধর্মঘট চলাকালে শুধুমাত্র বিআরসির বাস চলতে দেখা গেছে রাজধানীতে।