The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঘর ভাঙলো মিস্টার বিনের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিস্টার বিনকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই ‘মিস্টার বিন’ খ্যাত কমেডি অভিনেতা রোয়ান এটকিনসন ও সুনেত্রা শাস্ত্রীর দুই যুগের সংসার ভেঙে গেছে!

Family room and Mr

আর এই সংসার ভাঙার কারণ হলো মিস্টার বিন অর্থাৎ রোয়ানের আবারও প্রেমে জড়ানো। রোয়ান ও বিবিসির সাবেক মেক-আপ আর্টিস্ট সুনেত্রা গত এক বছর থেকেই পৃথক বসবাস করছেন। ১৯৯০ সালে তাদের বিয়ে হয়। বিচ্ছেদের জন্য সুনেত্রা লন্ডনের সেন্ট্রাল ফ্যামিলি কোর্টে আবেদনও করেন। মাত্র ৬৫ সেকেন্ডের শুনানিতে তার আবেদন মঞ্জুর করেন আদালত।

সংবাদ মাধ্যমম সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী মিস্টার বিন গত দেড় বছর ধরে ৩২ বছর বয়সী লুইস ফোর্ডের সঙ্গে ডেটিং করে আসছেন। প্রেমিকা লুইসও স্কাই টেলিভিশনের একজন তারকা। রোয়ান নতুন এই সম্পর্কে জড়ানোর পর ৫৪ বছর বয়সী সুনেত্রা বিচ্ছেদের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১৯৮০-এর দশকে প্রথম দেখা হয় রোয়ান ও সুনেত্রার। তারপর তারা চুটিয়ে প্রেম করেন কয়েক বছর। ১৯৯০ সালে রোয়ান ও সুনেত্রার বিয়ে করেন। বর্তমানে রোয়ান ও সুনেত্রার লিলি এবং বেঞ্জামিন নামে দুটি সন্তান রয়েছে।

Loading...