The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সাশ্রয়ী দামে বাজারে এলো ফোরজি স্মার্টফোন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স সাশ্রয়ী দামে বাজারে নিয়ে এলো ফোরজি স্মার্টফোন। এই ফোনটির মডেল ক্যানভাস এক্সপ্রেস ফোরজি।

market affordable smartphone

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স নতুন একটি ফোরজি ফোন বাজারে এনেছে। সাশ্রয়ী মূল্যের এই ফোনটির মডেল হলো ক্যানভাস এক্সপ্রেস ফোরজি। এই ফোনটির নেটওয়ার্ক ক্যাট ৪ এলটিই, স্পিড ১৫০এমবিপিএস/৫০ এমবিপিএস।

এই ফোনটিতে রয়েছে:

৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে।
অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।
এই ফোনটির প্রসেসর মিডিয়াটেকের এমটি৬৭৩৫ ১ গিগাহার্টজ।
র‌্যাম ২ জিবি।
বিল্টইন মেমোরি ১৫ জিবি।
মাইক্রোসএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগও রয়েছে।

মাইক্রোম্যাক্সের এই ফোনটিতে আরও রয়েছে ফোরজি, থ্রিজি, টুজি, ওয়াইফাই, ব্লুটুথ ও মাইক্রোইউএসবি নেটওয়ার্ক কানেকটিভিটিও রয়েছে এই ফোনটিতে। ক্যানভাস সিরিজের এই ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফ্রন্টের ক্যামেরা ২ মেগাপিক্সেল। ফোনটির ব্যাটারি ২০০০ মিলিঅ্যাম্পায়ার।

জানা গেছে, ভারতের বাজারে ফোরজি এই মোবাইল ফোনটির মূল্য ৬ হাজার ৫৯৯ টাকা। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এই ফোনটির মূল্য দাঁড়াচ্ছে ৭ হাজার ৭২৩ টাকা মাত্র। স্বল্পমূল্যের এই সেটটি বেশ ভালো। বর্তমান সময়ে গ্রাকদের জন্য একটি উপযোগী মোবাইল হলো এই ফোরজি স্মার্টফোনটি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...