দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরব ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের এখন থেকে স্কুলে পাঠাবে! সৌদি সরকার ঘোষণা করেছে, ট্রাফিক আইন ভঙ্গকারীদের লাইসেন্স প্রত্যাহার করে পুনরায় ড্রাইভিং স্কুলে ভর্তি করা হবে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, দেশটির সরকারের পাশ করা নতুন আইনে এমন একটি বিধান রাখা হয়েছে। সৌদির ট্রাফিক ডিপার্টমেন্ট সূত্রে বলা হয়েছে, ‘জাতীয় তথ্যকেন্দ্রে সব কার্যক্রম সম্পন্য হওয়ার পর নতুন আইন ফলপ্রসূ হবে। এই লক্ষ্যে সব অভিযোগপত্র বিশেষায়িত কর্তৃপক্ষের নিকটে পাঠানো হয়েছে। দ্রুত তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা।’
ট্রাফিক নিরাপত্তা এবং আরামকো’র ট্রাফিক নিরাপত্তা প্রোগ্রাম কমিটির এক কর্মকর্তা বলেন, ‘সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রিয়াদ এবং ইস্টার্ণ প্রভিন্সের শিক্ষার্থীদের মধ্যে ৮ লাখেরও বেশি ট্রাফিক নিরাপত্তা ব্যাগ বিতরণের কাজ এগিয়ে চলেছে। এ বছর ১৫ লাখ ব্যাগ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
উল্লেখ্য, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রায় ৭২ শতাংশ শিশু এবং তরুণ মারা যায়। আর তাই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে সৌদি সরকার। আমাদের দেশেও সড়ক দুর্ঘটনা সম্পর্কে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করা প্রয়োজন।