দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫ খৃস্টাব্দ, ১৩ পৌষ ১৪২২ বঙ্গাব্দ, ১৪ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজ যে ছবিটি আপনারা দেখছেন সেটি গোলাপি হাঁস পাখির ছবি। বড়ই চমৎকার দেখতে এই পাখিটি। অনেকটা বুলবুলির মতোই দেখতে।
সারাবিশ্বে বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা প্রায় ৯,১৯৮। শুধু ভারতীয় উপমহাদেশে রয়েছে প্রায় ১,২০০ প্রজাতির পাখি। বাংলাদেশে অন্তত ৬৫৬ প্রজাতির পাখির ছবি তোলা সম্ভব হয়েছে। অনুমান করা হয় যে, এক সময় বাংলাদেশে ৮০০ প্রজাতির পাখি বসবাস করতো।
এদেশে পূর্বে যতো পাখি ছিল তার একটি প্রজাতি হলো-গোলাপি হাঁস। এই পাখি এখন পৃথিবী থেকেই বিলুপ্ত হয়েছে। এ রকম আরও অন্তত ২৯ প্রজাতির পাখি অতীতে বাংলাদেশে ছিল, কিন্তু এখন নেই। এসব পাখি বিশ্বের অন্যান্য দেশে এখনও টিকে রয়েছে। বাংলাদেশের বিলুপ্ত পাখির মোট ৩০টি প্রজাতির কথা বাংলাদেশ উদ্ভিদ এবং প্রাণী জ্ঞানকোষে উল্লেখ করা হলেও তার তালিকা দেওয়া হয়নি। অবশিষ্ট ৬২৬ প্রজাতির পাখি সাম্প্রতিককালে এদেশে বিভিন্ন সময় দেখা গেছে।
ছবি ও তথ্য: http://sahos24.com এর সৌজন্যে।