দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫ খৃস্টাব্দ, ১৫ পৌষ ১৪২২ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজও শীতের পাখি। বড়ই চমৎকার এই পাখিগুলো দেখতে। এটি আগুনরঙা লালমাথা কুচকুচি পাখি। গা থেকে মাথা পর্যন্ত লাল রং আর লম্বা লেজের দিকে কালো সাদা সুন্দর ডিজাইন। দেখে মনে হবে লেজটি যেনো আর্ট করা!
আগুনরঙা লালমাথা কুচকুচি পাখি চীন ও ইন্দোনেশিয়ার হিমালয়ের পাদদেশ, দক্ষিণ আমেরিকার বিলুপ্ত সভ্যতা যাকে বলা হয় ‘মায়া’ এবং ‘আজটেক’ সমাজ, প্রজননকাল, লাউয়াছড়া ও কাপ্তাই জাতীয় উদ্যান, লাল ট্রোগন কিংবা বাংলাদেশী ট্রোগন, সিলেট ও চট্টগ্রামের চিরসবুজ বন বনানীতে শোভা পায় এই পাখিটি। এই পাখিটির ইংরেজি নাম Red-headed Trogon এবং বৈজ্ঞানিক নাম Harpactes erythrocephalus.
আজকের সকালে এমন সুন্দর একটি পাখির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।
ছবি ও তথ্য: bdenvironment.com এর সৌজন্যে।