দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাপ্পী-মিমের ‘সুইটহার্ট’ চলচ্চিত্রটি। রোমান্টিক চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।
সংবাদ মাধ্যমকে বিদ্যা সিনহা মিম জানিয়েছেন, ‘১২ ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাচ্ছে। এটিই বছরের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি হবে। তাই বছরটি আশা করি ভালোই কাটবে।’
‘সুইটহার্ট’ ছবিটিতে বাপ্পি ও মিম ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা প্রমুখ।
ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটিতে মোট ৫টি গান রয়েছে। এই ৫টি গানের কথা লিখেছেন কবির বকুল, শফিক তুহিন ও সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন হৃদয় খান, শফিক তুহিন, হাবিব, আহমেদ হুমায়ুন। গানে কণ্ঠ দিয়েছেন জেমস, হাবিব, ন্যান্সি, পড়শী, রমা, হৃদয় খান, আহমেদ হুমায়ুন।