দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাদেশে বড় ধরনের ভূকম্পন অনূভূত হয়েছে। কিছুক্ষণ আগে ভোর ৫.০৭ মিনিটে এই ভূমিকম্পটি অনূভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।
সারাদেশে বড় ধরনের ভূকম্পন অনূভূত হয়েছে। কিছুক্ষণ আগে ভোর ৫.০৭ মিনিটে এই ভূমিকম্পটি অনূভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮, এই ভূমিকম্পের উপপত্তি স্থল ভারতের মণিপুর। প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পটি রাজধানী ঢাকাসহ সর্বত্র অনুভূত হয়। বিকট জোরে ঝাকি দেওয়ায় প্রায় সকলের ঘুম ভেঙ্গে যায়। সবাই এই শীতের রাতেও ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।