দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেলফির জনপ্রিয়তা এতোই ছড়িয়ে পড়েছে যে শেষ পর্যন্ত পশু-পাখিরাও সেলফি তোলা শুরু করেছে। এবার জানা গেলো বিড়ালও সেলফি তুলতে যানে!
সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা বন্ধুদের সাথে শেয়ার করা একটি দৈনন্দিন কাজ হয়ে গেছে। আর এটি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের রীতিমতো একটি অভ্যাসে পরিণত হয়েছে।
তবে এবার মানুষ নয়, সেলফি তুলেছে একটি বিড়াল। তাও আবার একা নয়, তার কুকুর বন্ধুদের সাথে নিয়ে। বিড়ালের সেলফি তোলার ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। নানা আলোচনাও সৃষ্টি করেছে ছবিটি। মিলিয়ন মিলয়ন লাইক আর কমেন্ট আসছে ছবিটিতে।
ছবিতে দেখা যায়, অর্ধেক কাটা একটি গাছের মাটিতে গেঁথে থাকা অংশের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছে একটি বিড়াল। তার পেছনে রয়েছে তিনটি কুকুর। আর সেই কুকুরগুলোও ক্যামেরার দিকে সোজা তাকিয়ে আছে সেলফি ঢংয়ে।
তবে আলোচিত এই ছবিটি কোথায় তোলা হয়েছে এবং কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম শেয়ার করেছে তা এখনো জানা যায়নি।