দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এফডিসিতে প্রথম শুটিং এ অংশ নিলেন নুসরাত ফারিয়া! বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে যে অভিজ্ঞতা অনেকের প্রথমদিনই হয়ে থাকে, তবে ফরিয়ার ক্ষেত্রে সেটি ঘটলো ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতে এসে।
এফডিসিতে প্রথমবারের মতো শুটিং এ অংশ নিলেন ফারিয়া। এফডিসিতে ‘হিরো ৪২০’ ছবির শেষ লটের চিত্রধারণ করা হচ্ছে। এটির মাধ্যমে প্রথমবারের মতো দেশীয় চলচ্চিত্রের এ তীর্থ স্থানে পা রাখেন নুসরাত ফারিয়া।
প্রথমবারের মতো এফডিসিতে শুটিং করতে যাওয়ার আগে এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বিষয়টি নিয়ে মজা করে ফেসবুকে লিখেন, ‘সত্যি ডেঞ্জারাস ব্যাপারটা’। আমার ক্যারিয়ারে প্রথমবারের মতো এফডিসিতে শুটিং করতে যাচ্ছি। আমার সঙ্গে থাকছেন ছবির প্রথম বাংলাদেশী পরিচালক সৈকত নাসির।’
উল্লেখ্য, যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ চলচ্চিত্রের অধিকাংশ দৃশ্যে চিত্রধারণ করা হয় ভারতের রামুজি ফিল্ম সিটিসহ কোলকাতার বিভিন্ন লোকেশনে। থাইল্যান্ডেও কিছু দৃশ্যধারণ করা হয়। ছবিটির শেষ লটের দৃশ্যধারণ করা হলো এফডিসিতে।