দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ আপনাদের জন্য রয়েছে ক্রেডিট কার্ডে ভিক্ষা করেন এমন এক আধুনিক ভিক্ষুকের কাহিনী! এ কথা শুনে যে কেও বিস্মিতও হতে পারেন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।
আমরা জানি ভিখারিরা ভিক্ষা করেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা-পয়সা চান। কিন্তু আপনি কি কখনও শুনেছেন যে ভিক্ষুক নাকি ডেবিট/ক্রেডিট কার্ডে ভিক্ষা চাইছেন!
ঠিক এমনই একটি খবর সকলকে বিস্মিত করেছে। কারণ আধুনিক যুগের এক ভিখারি ভিক্ষা করেন ক্রেডিট কার্ড নিয়ে। এমন এক ভিখারির খবর পাওয়া গেছে। যিনি ATM কার্ড সোয়াইপ মেশিন বের করে বলেন, ‘আপনি ডেবিট কার্ডে পে করতে পারেন!’
এমন একটি বিস্ময়কর ঘটনার সূত্রপাত ঘটেছে ভারতের হায়দরাবাদের রাস্তায়। ভিখারির হাতে ATM কার্ড সোয়াইপ মেশিন দেখে অবাক হয়ে যান উপস্থিত সকলেই।
‘ডেবিট কার্ডে পে করতে পারেন!’ এমন কথা শুনে চমকে যান দুই পথযাত্রী। ভিখারি তার ঝোলা হতে একটি ATM কার্ড সোয়াইপ মেশিন বের করে সঙ্গে সঙ্গে বলেন, ‘আপনাদের কাছে নগদ টাকা না থাকলেও তাতে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে কার্ড ব্যবহার করতেই পারেন!’
উপস্থিত প্রায় সকলেই ভিখারির এমন কাণ্ড দেখে হতবাক! সাধারণরা বলেন, আধুনিকতার ছোঁয়া এবার তাহলে ভিখারিদের মধ্যেও লেগেছে!
দেখুন ভিক্ষুকের কাণ্ড
https://www.youtube.com/watch?v=sCMbCI0UhEA