দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোন জগতে আবারও এক আলোড়ন তুলতে আসছে ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েড স্মার্টফোন। শীঘ্রই এই ফোনটি বাজারে আসছে।
বাজারে হাজারো ফোনের জগতে আসছে ব্ল্যাকবেরির প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন। খুব বেশি দেরি নেই। খুব শীঘ্রই আসছে নতুন এই স্মার্টফোনটি। চলতি মাসের ২৮ তারিখই বাজারে আসতে চলেছে এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি।
সংস্থার প্রথম এই অ্যান্ড্রয়েড ভার্সনের স্মার্টফোনটিতে থাকছে অত্যাধুনিক ফিচার, যা টক্কর দেবে নামীদামি সংস্থার প্রস্তুত করা অ্যান্ড্রয়েড যে কোনো স্মার্টফোনকে।
জানা গেছে, এই নতুন স্মার্টফোনটিতে রয়েছে ৫.১.১ ললিপপ অ্যান্ড্রয়েড ভার্সন। আরও থাকছে ৪.৫ কিউএইচডি ডিসপ্লে, ৮০৮ হেক্সা কোর প্রসেসর ও ৩ জিবি র্যাম। এই ফোনটিতে আরও থাকবে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, ১৮ মেগাপিক্সেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৩.১ এমএম অডিও জ্যাক। নতুন এই ফোনটিতে থাকবে ৩৪১০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ যা একটানা ২৩ ঘণ্টা চালু রাখবে এই স্মার্টফোনটিকে। জানা গেছে, দুর্দান্ত এই ফোনটির দাম ধার্য করা হয়েছে, ভারতীয় মুদ্রায় ৪৭,৩০০ টাকা।