The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার কোলকাতার প্রেক্ষাগৃহে ‘ছুঁয়ে দিলে মন’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার কোলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। ২৬ ফেব্রুয়ারি হতে ছবিটি সেখানে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।

Chuye Dile Mon

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গে প্রাথমিকভাবে ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। পরে আরও ৮টি অর্থাৎ মোট ১৯টি হলে চলবে বাংলাদেশের চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’।

নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ‘আমি মনে করি, এটা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য খুব সম্মানের বিষয়।’

২০১৫ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরিফিন শুভ এবং মম জুটির প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’। শুরুতেই এই চলচ্চিত্রটি দর্শক টানতে সক্ষম হয়।

Chuye Dile Mon-2

সার্কভুক্ত দেশের মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি-২০১২ ‘সাফটা’র আওতায় পশ্চিমবঙ্গে মুক্তি পেলো বাংলাদেশের এই চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। ডিসেম্বরে ভারতীয় সেন্সর বোর্ড হতে ছাড়পত্র পায় চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটি কোলকাতায় পরিবেশনার দায়িত্বে রয়েছে পিয়ালি ফিল্মস। এছাড়া ছবিটি মুক্তির ব্যাপারে সহায়তা করছে জিরোনা ইন্টারন্যাশনাল। এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড এবং মনফড়িং প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুষমা সরকার, আলীরাজসহ প্রমুখ অভিনয় শিল্পী।

উল্লেখ্য, ‘ছুঁয়ে দিলে মন’-এর বিনিময়ে বাংলাদেশে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ওপার বাংলার ছবি ‘বেলা শেষে’। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা ছবিটিতে অভিনয় করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...