দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২২ এপ্রিল মুক্তি পাচ্ছে আশিকুর রহমান পরিচালিক ‘মুসাফির’। ছবিটিতে আরিফিন শুভ ও তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত মারজান জেনিফা।
ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক আশিকুর রহমান নিজেই। ছবির প্রযোজক জুবায়ের আলম জানান, ‘মুসাফির’ ছবির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। পয়লা বৈশাখের পর বড় আকারে মুক্তি দেওয়ার পরিকল্পনা হিসেবে আগামী ২২ এপ্রিল মুক্তি দেওয়া হচ্ছে।
আরিফিন শুভ বলেছেন, ‘ছবির কাহিনী হলো পেশাদার খুনিদের নিয়ে। ছবিটিতে আমি একজন পেশাদার খুনির চরিত্রে অভিনয় করেছি। কাহিনীটি এমন যে, নায়িকাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয় আমাকে। তবে হত্যা নয়, আমাদের মধ্যে শেষ পর্যন্ত প্রেমের সম্পর্ক তৈরি হয়।’
আরিফিন শুভর বিপরীতে অভিনয় করা নবাগত মারজান জেনিফা বললেন, ‘মুসাফির আমার প্রথম ছবি। আশা করছি, ছবিটি দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিতে পারবো।’
‘মুসাফির’ ছবিতে আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, শিমুল খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ। এই ছবিটিতে রয়েছে প্রেম, কমেডি ও অ্যাকশন। পাশাপাশি রয়েছে একটি ভ্রমণ। ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স এবং ইনট্র্যাক ফিল্মস।