The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

র‌্যাম্পে প্রথম দাড়িসহ নারী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারই র‌্যাম্পে প্রথম দেখা গেছে দাড়িসহ নারী! ২৫ বছর বয়সী ওই নারী ‘বেয়ারড ওমেন’ নামে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন।

first woman ramp beard

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, আমেরিকার বার্কশায়ারের নারী হারনাম কৌর! ২৫ বছর বয়সী এই নারী ‘বেয়ারড ওমেন’ নামে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন। মুখে দাড়িসহ এই নারী একজন সেলিব্রিটি ডিজাইনার হিসাবে র‌্যাম্পে হাঁটেন।

নেভি ব্লু স্কেটার ড্রেসের সঙ্গে কালো কম্ব্যাট বুট ও অলংকারে ঝকমকে ছিলেন ওই নারী। পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাগড়িও ছিল তার মাথায়। আবার ঠোঁটে ছিল লাল লিপস্টিক। অভিজাত ফ্যাশন জগতে প্রবেশ করায় ছিল তার স্বপ্ন। ঠিক এমনই এক শো-তে এসে তার সেই স্বপ্ন পূরণ হলো। এটা কোনো রীতিবিরুদ্ধ বিষয় নয় যে এমন এক নারী র‌্যাম্প করছেন যার মুখে রয়েছে দাড়ি-গোঁফ। বরংচ অনেকের কাছেই এটি অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছে।

ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল এই নারী। দীর্ঘ দাড়ি ও গোঁফ নিয়ে এই নারী মানুষের নজরে পড়েছেন- তাকে প্রথমবারের মতো দেখা যায় লন্ডনের শহুরে ফটোগ্রাফিতে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...