দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক মাস লিফটে মধ্যে আটকা থাকার পর মৃত্যু ঘটেছে এক মহিলার! এমন একটি ঘটনা ঘটেছে সম্প্রতি চীনের জিয়ান প্রদেশে।
এমন খবর প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে তুমুল হৈচৈ শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। জিয়ান প্রদেশের একটি বহুতল বাড়ির এই লিফটটি মেরামতকর্মীরা বন্ধ করে রেখেছিল। এক মাস পর ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর চীনে জন নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন দেখা দিয়েছে।
৪৩ বছর বয়সী মহিলার মৃত্যু সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানা মন্তব্য করা হচ্ছে। ৩০ দিন কী কষ্টের মধ্যদিয়েই না পার করেছেন এই মহিলা? তার জন্য আমার বুক ফেটে যাচ্ছে,’ এমন মন্তব্য করেছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর একজন ইউজার যার নাম হুইশিনিয়া।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেরামতকর্মীরা লিফটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পূর্বে শুধু চিৎকার করে জানতে চেয়েছিলেন এর ভেতরে কেও ছিলেন কিনা। এর থেকে বেশি কিছু তারা করেননি বলে দাবি করা হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।