দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সমুদ্রের নিচে রেস্টুরেন্টসহ কতো কিছুই না আজকাল হচ্ছে। এবার আরেক ব্যতিক্রমি খবর শোনা গেলো। গাড়িতে এবার সমুদ্রের নিচে ভ্রমণ করা যাবে!
আমরা সকলেই জানি পানির নিচে কেবলমাত্র সাবমেরিনের সাহায্যে ভ্রমণ করা সম্ভব। তবে পানির নিচে ভ্রমণের জন্য এবার আর সাবমেরিন কোনো প্রয়োজন হবে না। আপনি যে গাড়ি দিয়ে স্থলে সড়ক পথে ঘুরে বেড়াবেন, ঠিক সেই গাড়ি দিয়ে আপনি সমুদ্রের নিচেও ঘুরে বেড়াতে পারবেন।
জানা যায়, রিন্সপিদ কোম্পানির স্কুবা নামের এই গাড়িটি পানির নিচে ৩৩ মিটার পর্যন্ত চলতে পারবে। স্থলের এই গাড়ি পানির নিচে গিয়ে অনেকটা সাবমেরিনের মতো চলাচল করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=sJC7E06IBXI