The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ শুটিং শুরু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুটিং শুরুর পরই যে ছবিটি নিয়ে ব্যাপক সমালোচনা সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের সেই ছবির শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন রুবেল আনুশ।

Shimla

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ শিরোনামের নতুন ছবির মূল চরিত্রে অভিনয় করছেন নায়িকা সিমলা। সিমলা দেশের বাইরে থাকায় মাঝে বেশ কিছু দিন ছবিটির শুটিং বন্ধ রাখা হয়েছিল। অবশেষে ছবির নায়িকা দেশে ফেরায় চলতি মাসের ১৮ তারিখ হতে শুটিং শুরু হয়েছে। তবে পরিচালক জানিয়েছেন ১৫ দিনের মধ্যে এর শুটিং শেষ হবে।

Shimla-2

রুবেল আনুশের এই ছবিতে সিমলার বিপরীতে অভিনয় করছেন ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত শিশু অভিনেতা মামুন। ছবিটির কাহিনী সাজিয়েছেন পরিচালক নিজেই।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির গল্পে দেখা যাবে, ৩০ বছর বয়সী সিমলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ১৮ বছর বয়সী মামুন। এভাবে গল্পের কাহিনী এগিয়ে চলেছে।

Shimla-3

আশা-তিশা প্রযোজিত সিমলা ও মামুনের সঙ্গে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিটিতে আরও অভিনয় করছেন- আবুল হায়াত, পুলক, বাপ্পী, সাদিয়া, লাবণী, আলিফ, মুসা, আফরিন, টুটুল চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির শুটিং পর্যায়ে ট্রেলার ছাড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কারণ ছবিটিতে একটি অসম প্রেমের কাহিনী উঠে এসেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...