The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

খল অভিনেতা মিশা সওদাগরের অভিনয়ে বিরতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগরের অভিনয়ে সাময়িক বিরতি নিয়েছেন! দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এমনটি ঘটেনি।

Misha merchant acting break

বাংলাদেশের চলচ্চিত্রের এই খল অভিনেতা মিশা সওদাগর আপাতত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা ইতিমধ্যেই উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে।

গত ১৩ এপ্রিল মিশা সওদাগর ঢাকা ত্যাগ করেছেন। তার সঙ্গে স্ত্রী ও সন্তানও রয়েছে। পারিবারিক সূত্রে বলা হয়েছে, বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদের পড়াশোনার জন্যই কিছুদিনের জন্য দেশ ছেড়েছেন জাতীয় পুরস্কারজয়ী এই খল অভিনেতা। যুক্তরাষ্ট্রে ছেলের পড়াশোনার ব্যবস্থা করে তবেই দেশে ফিরবেন মিশা সওদাগর।

Misha acting break-2

যে কারণে আগামী দু’মাস অভিনয় হতে বিরতি নিয়েছেন মিশা সওদাগর। দেশত্যাগের পূর্বে আলোচিত এই অভিনেতা জানিয়েছেন, সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গড়তে সাময়িক বিরতি নিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...