The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘শেষ প্রহর’ বদলে এখন নাম হলো ‘ছিটমহল’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘শেষ প্রহর’ ছবির নাম বদলে ‘ছিটমহল’ রাখা হয়েছে। প্রথমে সবকিছু ঠিক থাকলেও শেষ দিকে এসে বদলে গেলো ছবিটির নাম।

Shesh Prohor enclave

দীর্ঘ ৬৫ বছর পর সদ্য মীমাংসিত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ছিটমহলের ওপর নির্মিত চলচ্চিত্রটির নাম শুরু হতে ছিল ‘শেষ প্রহর’।

এইচ আর হাবিবের নির্দেশনায় এই নামেই এতোদিন ধরে ছবির শ্যুটিং করা হয়েছে। তবে একেবারে শেষ মুহূর্তে এসে ছবির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ছবির নতুন নাম ‘ছিটমহল’। বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছবিটির অন্যতম অভিনেতা এবং সহ-প্রযোজক শিমুল খান।

Shesh Prohor enclave-2

তিনি বলেন, ছবির গল্পের দাবিতেই নাম শেষ পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। যে কারণে ছবির গল্পের সঙ্গে নামের স্বার্থকতা খুঁজে পাবেন দর্শকরা।

ভিন্ন ধারার এই ছবিতে শিমুল খান সঙ্গে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, উজ্জল কবির হিমু, মীরাক্কেল খ্যাত সজল, ডনসহ অনেকে।

এ ছবিটির সার্বিক সহযোগিতায় ও সহ-প্রযোজনায় রয়েছে শিমুল খান মোশন পিকচার্স।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...