The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

স্বর্গেই যে পাখি মানায় সে পাখির নাম স্বর্গের নীল পাখি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২০ এপ্রিল ২০১৬ খৃস্টাব্দ, ৭ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ১২ রজব ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Blue Bird of Paradise

ছবিতে যে পাখিটি আপনারা দেখছেন সেই পাখির নাম স্বর্গের নীল পাখি। খুব সুন্দর দেখতে এই পাখিটি। স্বর্গের নীল পাখি যার ইংরেজি নাম হলো- Blue Bird of Paradise (Paradisaea rudolphi)।

এ কথা আমরা সবাই স্বীকার করবো যে এই রকম সুন্দর একটি পাখি আসলে স্বর্গেই মানায়। তাই বোধহয় পাখিটির নাম দেওয়া হয়েছে স্বর্গের নীল পাখি। পাপুয়া নিউগিনি হতে এই অসম্ভব সুন্দর পাখির ছবিটি তুলেছেন পৃথিবীর বিখ্যাত একজন আলোকচিত্রশিল্পী টিম লেমান (Tim Laman). ছবির জন্য তাঁকে অশেষ ধন্যবাদ।

ছবি ও তথ্য: naturepage.wordpress.com -এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...