দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে পাখিটি আপনারা দেখছেন সেটি কালোমাথা কাস্তেচরা পাখি। দেখতে বড়ই চমৎকার। পাখিটি দেখতে অনেকটা বকের মতো।
কালোমাথা কাস্তেচরা পাখিটির বৈজ্ঞানিক নাম: Threskiornis melanocephalus, আর ইংরেজি নাম: Black-headed Ibis, Threskiornithidae (থ্রেসকিওর্নিথিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Threskiornis (থ্রেসকিওর্নিস) গণের এক প্রজাতির বড় জলচর পাখি এটি।
এই পাখিটি সমগ্র এশিয়া জুড়ে একসময় কালোমাথা কাস্তেচরা পাখির অবাধ বিচরণ ছিল। ভারতের পশ্চিমাঞ্চলে এদের বেশিরভাগ সময় দেখা যায়। পূর্বাঞ্চলে কম দেখা গেলেও সম্ভবত মনুষ্যনির্মীত জলাভূমি সৃষ্টির কারণে এখন সন্তোষজনক পর্যায়ে দেখা যাচ্ছে এই পাখিটি। বাংলাদেশের উপকূলীয় এলাকায় এই পাখি সচরাচর দেখা মেলে।