দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা তো আগে কখনও আমরা শুনিনি। তবে সত্যিই বিস্মিত হওয়ার মতো কথা এটি। সকাল ৭টায় বাতাস নাকি মারাত্মক ক্ষতিকর! তাই এ সময় মর্নিং ওয়ার্ক না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
এমন একটি খবর শুনে অনেকেই ঘাবড়ে যাবেন সেটিই স্বাভাবিক। কারণ অনেকেই সকালে বের হন মর্নিং ওয়ার্ক করতে। আর সেই মর্নিং ওয়ার্ক করতে গিয়ে যদি ৭টা বেজে যায় তাহলে কি হবে? ভোরের আলো ফুটলেও রোদের আঁচটা তেমন একটা চড়া হয় না, তাই অনেকেই বেশ নিশ্চিন্তেই বাড়ি ফিরে আসেন। তবে অনেকেই জানেন না সকাল ৭টার বাতাস আপনার জন্য কতোটা ক্ষতিকারক?
সংবাদ মাধ্যমের এক খবরে বলা হয়, ১৫ মার্চ হতে ১৫ এপ্রিল। পুরো একমাস ধরে নজরে রাখা হয়েছিল ভারতের সব বড় বড় শহরগুলোর বাতাস। এক মাস পরে যে ফলাফল পাওয়া গেছে তা শুনলে যে কেও চমকে উঠবেন। সারা দিনের মধ্যে সকাল ৭টায় ভারতের বড় বড় শহরের বাতাস থাকে সবচেয়ে দূষিত। দিল্লি, বেঙ্গালুর, চেন্নাই, মুম্বাই যদি আপনি বসবাস করেন তবে অবশ্যই সকালের দিকে বাড়ির বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে- এমনই বলা হয়েছে ওই সংবাদে।