The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আসছে বাতাস চালিত হাইব্রিড কার!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাতাসে চলবে গাড়ি। কি! অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই ঘটতে যাচ্ছে। ফ্রান্সের গাড়ি উৎপাদক প্রতিষ্ঠান পিউগাত এবার বাতাস চালিত হাইব্রিড কারটি বাজারজাত করার ঘোষণা দিয়েছে।


Citroen-Hybrid-Air-C3-prototype-placement-626x382

আশা করা হচ্ছে এবছরই গাড়িটি বাজারে ছাড়া হবে। এটি হবে প্রথম বাতাস চালিত গাড়ি। এর নতুন ‘হাইব্রিড এয়ার’ ইঞ্জিন সিস্টেমে পেট্রলের সাথে সঙ্কুচিত বাতাস মিশ্রিত করে জ্বালানী হিসেবে ব্যাবহার করবে। এতে ৮০ শতাংশ জ্বালানী খরচ বাঁচবে।

শহরাঞ্চলে 43mph এর কম গতিতে চালালে এয়ার সিস্টেম স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাবে। গাড়িটিতে এয়ার ইঞ্জিনের সাথে গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটি 70mph এর কম গতিতে ব্যবহৃত হয়। এটি পেট্রল অথবা বাতাসের অথবা উভয়টির মাধ্যমে চলতে পারে।

car-compressed-air-concept-1_1

পিউগাত জানিয়েছে, ২০২০ সালের মধ্যে এটি পেট্রলের গ্যালন প্রতি ১১৭ মাইল যেতে পারবে। এই নতুন ইঞ্জিন ব্যবস্থায় দামি দামি ব্যাটারি লাগবে না। এছাড়া এতে কখনো বাতাসের স্বল্পতা হবে না। এটি নিজে নিজেই বাতাস সংগ্রহ করে নেবে।

how-peugeot-citroen-s-hybrid-air-system-explained-the-car-that-runs-on-air-57554-7

বর্তমানে যেসব হাইব্রিড কার পাওয়া যায় সেগুলোর চেয়ে এই কার গুলোর দাম কম পড়বে। বাতাস ব্যবহার করায় এটি যথেষ্ট পরিবেশ বান্ধব হবে।

বিশ্বে জ্বালানী সমস্যা ও পরিবেশ দূষণের এই সময়ে এমন একটি গাড়ি আমাদেরকে আশার আলো দেখায়। কেননা আমরাই পরিবেশ দূষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। এছাড়া আমাদের দেশের জন্য এই গাড়ি অনেক সুবিধাজনক। এতে জ্বালানী খরচ কমবে আবার পরিবেশও ঠিক থাকবে।

সূত্রঃ NDTV

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali