দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানে প্রধান মহাসড়কে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৭৩ জন নিহত হয়েছে।
দেশটির একজন সরকারি কর্মকর্তা বলেছেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রাও উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
আজ (রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের ওই সংযোগ সড়কে দু’টি বাসের সঙ্গে একটি ট্যাংকারের সংঘর্ষের পর মুহূর্তেই যানগুলিতে আগুন লেগে যায়।
বার্তা সংস্থা এএফপিকে প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদউল্লাহ আহমাদি জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।