দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকে আসছে ‘ফ্রেন্ড-শেয়ারিং’ নামে নতুন অ্যাপ। লন্ডনে ‘ফ্রেন্ড-শেয়ারিং’ নামের একটি ডেভেলপার দল এই অ্যাপটি তৈরি করছে।
নতুন এই অ্যাপটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফেসবুক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে।
তবে পরীক্ষামূলকভাবে তৈরি ফেসবুকের অ্যাপটি এখনই সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেই ফেসবুকের। ভবিষ্যতে এই অ্যাপ দিয়ে ভিডিও ধারণ এবং লাইভ স্ট্রিমিং করার সুবিধা দিতে পারে ফেসবুক।
উল্লেখ্য, এই অ্যাপটি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও প্রকাশ করেনি।